বেলাল উদ্দিন চট্টগ্রাম দ: জেলা প্রতিনিধি :
আজ ২০/১০/২০২৪ ইং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট এর নির্দেশনা লোহাগাড়া উপজেলার আওতাধীন বার আউলিয়া ডিগ্রি কলেজ এ রেড ক্রস, রেড ক্রিসেন্ট উদ্বুদ্ধকরণ ও দলগঠন অনুষ্ঠিত হয়। সহশিক্ষার কাজ যাতে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে তার লক্ষ্য ও স্বেচ্ছায় মানুষ এর পাশে দাঁড়াতে অত্র ইউনিট হয় মোটিভেশন এই মাধ্যমে ১ জন টিম লিডার করে ৫৩ জনের একটি টিম গঠন করে দেওয়া হয়। টিম লিডার হিসেবে দায়িত্ব পাই অত্র কলেজ এর একাদশ শ্রেণীর মানবিক বিভাগে ছাত্র মোঃ মিনহাজ। এই সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিট এর দায়িত্ব প্রাপ্ত শিক্ষক রোভার স্কাউট এর দায়িত্ব প্রাপ্ত শিক্ষক, চট্টগ্রাম জেলা ইউনিট এর মুক্তদল সদস্য আবদুল আল কায়েস, সাতকানিয়া উপজেলা ইউনিট এর দলনেতা ২ মোঃ সাকিব, সাতকানিয়া উপজেলা ইউনিট এর সংগঠনটিক বিভাগিয় প্রধান তাহসিন সিকদার,