ঢাকাWednesday , 25 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. গনমাধ্যাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. ফ্যাশন
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত

লোহাগাড়া থানা থেকে পালিয়ে যাওয়া আসামী সাইফুল আটক…

admin
September 25, 2024 1:57 pm
Link Copied!

চট্টগ্রাম জেলা প্রতিনিধি।

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া সেই যুবলীগ নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে থানায় একাধিক চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ‘থানা থেকে পালিয়ে যাবার পর থেকে তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রাখছিলো। থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ দিন পর তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।’

গ্রেপ্তার সাইফুল উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বলিপাড়া গ্রামের নজির আহদের ছেলে। 

এর আগে গত ৯ সেপ্টেম্বর স্থানীয়রা বাড়ি থেকে ধরে এনে থানায় পুলিশের হাতে তুলে দেয় যুবলীগ নেতা সাইফুল ইসলামকে। পরে থানা থেকে কৌশলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলামসহ ৪ জনকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST